শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দুপুরে ১নং রেলগেটে নারী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা, শিল্পী বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের একটি সুতা কারখানায় নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, দীর্ঘ কর্মঘণ্টা, অমানবিক-অস্বাস্থ্যকর কর্মপরিবেশ ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। সেই সময় আন্দোলনরত নারীদের ওপর পুলিশ দমন-পীড়ন চালায়, যার ফলে বহু নারী আহত, নিহত ও গ্রেফতার হন। পরবর্তীতে, ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে সমাজতান্ত্রিক নারী নেত্রী ক্লারা জেৎকিন ৮ মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন, যা গৃহীত হয়।
বক্তারা আরও বলেন, আজও নারী তার ন্যায্য মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত। সমাজে নারীদের বিরুদ্ধে সহিংসতা, মব ভায়োলেন্স, ধর্ষণ, হত্যা অব্যাহত রয়েছে। তাই নারী অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সমাজতান্ত্রিক চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করা, সামাজিক অবক্ষয় প্রতিরোধে অপসংস্কৃতি, মাদক, জুয়া, পর্নোগ্রাফি এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন এবং তারা নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply