রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:বগুড়ার শিবগঞ্জের উপজেলা বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার এবং শিবগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালের শিবগঞ্জ আগমন উপলক্ষে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মতিয়ার রহমান মতিন।অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— এম আর ইসলাম স্বাধীন, সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি ও সাবেক ছাত্রনেতা, এবিএম কামাল সেলিম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি৷ ডাঃ আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন, ডাঃ মতিয়ার রহমান মতি, বিশিষ্ট চিকিৎসক ও বিএনপি নেতা, অধ্যক্ষ সালাম, শিক্ষাবিদ, অধ্যক্ষ আব্দুল ওয়াহাব, শিক্ষাবিদ, ডাঃ এমদাদ, বিশিষ্ট চিকিৎসক, ডাঃ রবি, চিকিৎসক, আব্দুল হামিদ বাবলু, আশরাফুল ইসলাম, আনোয়ার পারভেজ, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাংবাদিক, শাহাদাৎ হোসেন, শহিদুল ইসলাম, শাফিউল ইসলাম শাফি, হাফিজুর রহমান হিরু, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হারুন অর রশিদ হিরন, সেমিল আহম্মেদ, রাসেল রহমান, ইমরান সরদার, পারভেজ রহমান, মাসুম আহম্মেদ, শাকিল আহম্মেদ, নিশা হাসান সুমন।সংবর্ধনার আগে ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রাঃ) মাজার জিয়ারত করেন। পরে আলিয়ারহাটে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় হাফেজিয়া মাদ্রাসায় ইফতার আয়োজনেও অংশগ্রহণ করেন।দীর্ঘদিন পর শিবগঞ্জে ফিরে আসায় ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালকে এক নজর দেখার জন্য এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
Leave a Reply