জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে স্বাগত র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা।শনিবার (০১ মার্চ) বাদ আছর কাউনিয়া উপজেলা মসজিদ হতে কাউনিয়ায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। এতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করে।সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়। উক্ত রেলিতে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম মিয়া,নায়েবে আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা,শেখ নজরুল ইসলাম,নায়েবে আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা,এ্যাঃ মোঃ ফারুক খান,উপজেলা সাধারন সম্পাদক,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা,মোঃ এমদাদুল হক,শহিদবাগ ইউনিয়ন সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা,মাওঃ আব্দুল জব্বার,বালাপাড়া ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি আব্দুর রহিম,বালাপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মী।
Leave a Reply