তানভীর সোহেল,আঞ্চলিক প্রতিনিধি
দৈনিক দাবানল নতুন প্রত্যয়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলবে উত্তরাঞ্চলের দৈনিক দাবানল।৫৪ বছরের পদার্পণ শেষে ৫৫ বছরের যাত্রা হবে ডিজিটাল ভার্সনে। এজন্য সবাইকে আন্তরিক হতে হবে। সব ধরনের ক্যাটাগরি নিউজ থাকবে সবার শীর্ষে।শুক্রবার( ২৮’শে ফেব্রুয়ারি) দুপুরে দাবানল ভবনের বাঙ্গালী রেস্তোরাঁ হল রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা কালে সম্পাদক মোস্তফা সরোয়ার অনু এসব কথা বলেন।তিনি আরো বলেন উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী দাবানল পত্রিকা মহান মুক্তিযুদ্ধ থেকে থেকে ২৪’শের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংবাদপত্র জগতে অগ্রনী ভূমিকা রেখেছে। এর ধারাবাহিকতা আরো প্রসারিত করতে দাবানল পরিবারের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।এসময় প্রধান অতিথির আসনে বক্তব্য রাখেন অত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মোস্তফা মোর্শেদ। তিনি অনলাইন ভার্সনে কিভাবে দাবানলকে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পুরো অনুষ্ঠান জুড়ে বার্তা সম্পাদক জি এম জয় সঞ্চালনা করেন। তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিফ রিপোর্টার আহসান হাবিব মিলন, সহকারী বার্তা সম্পাদক মাহমুদুর রহমান রাজ, শামীম খান, মোতালেব হোসেন প্রমুখ।
Leave a Reply