রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: বগুড়া ১ মার্চ ২০২৫ (শনিবার): গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে সুজন-সুশাসনের জন্য নাগরিক উদ্যোগের আয়োজনে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে জেলা, উপজেলা, শহর ও বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষ যেন স্বস্তিতে ধর্মীয় ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বক্তারা আরও বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। তাই সুসংগঠিত ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সুশাসন অপরিহার্য। রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্বচ্ছতা,জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।মানববন্ধনে সুজনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্যানার প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে রমজান মাসের পবিত্রতা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক মমিনুর রশিদ, দৈনিক করতোয়ার রিপোর্টার সাংবাদিক সবুজ, এছাড়া আরও বক্তব্য রাখেন— শিবগঞ্জ উপজেলা সুজন এর সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য অনন্ত সেলিম, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, শাজাহানপুর সাংবাদিক সু চন্দন রায়, হাবিবা নাসরিন, অ্যাডভোকেট কহিনুর, সাংবাদিক সোহানুর রহমান সিয়াম ও সাংবাদিক রাসেল আহমেদ, এছাড়া মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বাড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply