রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: বগুড়া গাবতলী উপজেলার ১১নং দক্ষিণপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মো: নূর আলম। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন শাখার অন্যতম নেতা শামীম ইসলাম। উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামী সংগীত পরিবেশন করেন নূর আলম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ইউনূস আলী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি আনিসার রহমান, মাওলানা ফেরদাউস রহমান, মাওলানা এরশাদুর বাড়ি, আব্দুল কাফি, মুজাফফর রহমান এবং পিন্টু মাস্টার।বক্তারা ইসলামের আদর্শ, সামাজিক উন্নয়ন এবং জামায়াতে ইসলামী সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা দলীয় ঐক্য ও সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে একটি শান্তিপূর্ণ ও বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার নেতাকর্মী, সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply