লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে এসআই মোঃ জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্স সহ ইং-২৬/০২/২০২৫ তারিখে রাত অনুমান ৯টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তাং-১২/১১/২০২৪ইং,ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪৪৮/৩৮৪/৩৮৬/৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ the Explosive Substances Act 1908 এর ৩/৫/৬ এর এজাহার নামীয় আসামী ০১ নং মনিয়ন্দ ইউনিয়নের সাবেক মেম্বার এবং ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আপেল মিয়া(৩৬), পিতা-মৃত আব্দু মিয়া, সাং-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং অপর আরেকটি অভিযানে আখাউড়া পৌরসভার আওয়ামীলীগের ০৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক গোলাম আহাম্মদ(৬৩), পিতা-মৃত হাজী ইউসুফ আলী, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-শান্তিনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে গ্রেফতার করা হয়।
অপর অভিযানকালে এস.আই বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০২/২০২৫ ইং তারিখ, বিকাল ৫টা ৪০ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপির অন্তর্গত ৩নং ওয়ার্ড এর মনিয়ন্দ হরিপুর গ্রামস্থ আসামী মোঃ সিরাজ মিয়ার পূর্ব ভিটির চৌচালা টিনের বসত ঘরের সামনে হইতে মাদকদ্রব্য ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সিরাজ মিয়া(৬৩), পিতা-মৃত কালা মিয়া, মাতা-মৃত রেজিয়া খাতুন, সাং-মনিয়ন্দ(হরিপুর), ওয়ার্ড নং-০৩, ১নং মনিয়ন্দ ইউপি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অন্য অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭/২/২০২৫ ইং তারিখ,রাতে আখাউড়া থানাধীন ০১ নং মনিয়ন্দ ইউপিস্থ, ৯নং ওয়ার্ডের বড় লৌহঘর সিদ্দিক মিয়ার বাড়ির আসামী লাকসু মিয়ার বসত ঘর হইতে মাদকদ্রব্য ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১। লাকসু মিয়া(৫০), পিতা-মৃত আবু সিদ্দিক মিয়া, মাতা-মৃত আমেনা বেগম, সাং-বড় লৌহঘর(সিদ্দিক মিয়ার বাড়ি), ৯নং ওয়ার্ড, ১নং মনিয়ন্দ ইউপি, ২। মোঃ রায়হান প্রকাশ রিফাত আহমেদ(২৬), পিতা-রিপন মিয়া্ মাতা-মফিয়া বেগম, সাং-শোন লৌহঘর(মধ্যপাড়া, মাইজের বাড়ি), ৮নং ওয়ার্ড, ১নং মনিয়ন্দ ইউপি, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
Leave a Reply