রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার গাবতলীর বালিয়াদিঘী কলাকোপায় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমার কবর জিয়ারত শেষে আজাদ মঞ্জিলে গরীব ও দুস্থদের মাঝে চাউল ও নগদ অর্থসহ মিষ্টি বিতরণ করা হয়।উপস্থিত অতিথিরা: এসময় উপস্থিত ছিলেন—মরহুমার পুত্র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বেগম শামসুন নাহার জামান তালুকদার, গ্রীণ কলাকোপা এষ্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক। উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, ড. তাজমেরী এস.এ ইসলাম। মরহুমার নাতি তাসউইব তাজওয়ার ইসলাম। সাবেক এমপি লালুর জ্যেষ্ঠ পুত্র মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। সহধর্মিণী তাহরিমা আফরিন তমা এবং তাঁদের পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন।এছাড়াও উপস্থিত ছিলেন সহমিনা আক্তার রুমা, মতিয়ার রহমান মাস্টার প্রমুখ। বিশেষ আয়োজন: মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার ছিলেন গাবতলীর বিশিষ্ট ব্যক্তি মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের সহধর্মিণী এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর মা। এছাড়াও, সোমবার রাতে কলাকোপা বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ‘পাগড়ী প্রদান’ ও ‘ইসলামী জালসা ২০২৫’ অনুষ্ঠিত হয়।
Leave a Reply