লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর দিক-নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এসআই মোঃ আব্দুল আলীম, এএসআই মোঃ কামরুল হাসান, এএসআই মাইন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দায়রা মামলা নং-৮৮৫/১৭, জিআর-৮২/১৬, দায়রা মামলা নং-৩৫৪/১৭, জিআর-২৬৩/১৬, দায়রা মামলা নং-৭৩২/১৭ এবং আখাউড়া থানার মামলা নং-০৮, তারিখ-০৬/১০/২০২৫ইং, জিআর-৪১০/১৫, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর (খ) এর ০৫ বছর ০৫ মাস সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ মাহবুব আলম বাবু প্রকাশ পিচ্ছি বাবুল, পিতা-মোর্শেদ মিয়া, সাং-নোয়ামুড়া, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া থানার মামলা নং-৩২(২)১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। মোঃ রহিম চৌধুরী, পিতা-কুন চৌধুরী, সাং-গোয়ালগাংগাইল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-২১/১৯, দায়রা মামলা নং-১২৭৭/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৩। আওয়াল মিয়া, পিতা-দুরবাজ মিয়া, সাং-হীরাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৪৪৯/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৪। ইয়াছিন মিয়া, পিতা-মোঃ ইউসুফ মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-আমোদাবাদ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply