লায়ন রাকেশ কুমার ঘোষ,আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্স সহ ইং-১৬/০২/২০২৫খ্রিঃ, রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় আখাউড়া থানার মামলা নং-২০, তাং-১৮/১১/২০২৪ ইং, ধারা-২০০৯ সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী ২০১৩), এর ৬/৭/১২ এর তদন্তেপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ধরখার ইউনিয়ন এর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রানা হাজারী(২৬), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-আনোয়ারা বেগম, সাং-ঘোলখার (পশ্চিম পাড়া) থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়।
অপর অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৫/০২/২০২৫ তারিখ, ২১.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০৩ নং মোগড়া ইউপিস্থ, মোগড়া উত্তরপাড়া সাকিনে সামাদ ফকিরের বাড়ীর পশ্চিম পার্শ্বে চলাচলের পথ সংলগ্ন বাঁশঝাড়ের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য (এক) কেজি গাঁজা সহ মোঃ খুরশিদ মিয়া(৫৫), পিতা-মৃত কাছু মিয়া, মাতা-মৃত মমিনা খাতুন, সাং-মোগড়া(মনির চেয়ারম্যানের বাড়ীর পাশে), ইউপি-মোগড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অন্য অভিযানকালে এসআই আবির আহমেদ, এএসআই মোঃ বিল্লাল হোসেন, এএসআই মোঃ কামরুল হাসান, এএসআই মোহাম্মদ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সিজেএম-৭৫০/২৩, জিআর-৩৪১/২৩ এর ০২ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ০১। হৃদয় চন্দ্র দাস, পিতা-মৃত নিতাই চন্দ্র দাস, সাং-আমোদাবাদ দাস পাড়া, বর্তমানে চানপুর সরকারী আশ্রয় কেন্দ্র, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-২১৯/২১ এর ০১ বছর ০৬ মাস সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০২। তাসলিমা আক্তার, পিতা-মৃত হেফজু মিয়া, মাতা-জোলেখা বেগম, সাং-ভবানীপুর, থানা-আখাউড়া জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিজেএম-৪৯/১৯ জিআর-৪২, তাং-২৩/০৬/১৯ এর ০১ বছর ০৬ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ০৩। মোঃ সজীব মিয়া, পিতা-মৃত জালু মিয়া, মাতা-সালমা বেগম, সাং-তারাগন, বর্তমান সাং-রাধানগর, কলেজ পাড়া মহাশ্মশান লোকনাথ সেবাশ্রমের সামনে ওমর খানের বাড়ির ভাড়াটিয়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-২৫৩৪/২৪(সদর) ওয়ারেন্টভুক্ত আসামী ০৪। সফিকুল ইসলাম, পিতা-মৃত আব্দুল মফিজ, সাং-হাসিমপুর, ৯নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply