হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১১টায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের তানোর-গোদাগাড়ীর জননেতা অ্যাডভোকেট মোঃ সুলতানুল ইসলাম তারেক। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে তার অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়াড়দের মণিকোঠায় চির অম্লান হয়ে থাকবেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে টেনে তুলে নতুন জাগরণ তৈরির প্রয়াস হাতে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে, যা রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply