যশোরের মনিরামপুরে রাবেয়া খাতুন নাবী (৫৫) নামের এক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। স্থানীয় ও থানা পুলিশের ভাষ্যমতে সড়ক দূর্ঘটনায় ঐ নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।দূর্ঘটনায় নিহত নাবী উপজেলার ঘুঘুরাইল গ্রামের মৃত ফজলে করিমের মেয়ে।থানা পুলিশের তথ্যমতে, অজ্ঞাত কোন এক যানবাহনে ধাক্কা দিলে দূর্ঘটনায় এ নারীর মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানান, মৃত রাবেয়া খাতুন জন্মগত ভারসাম্যহীন। এলাকতে ঘোরাঘুরি করতো। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোররাতে এলাকাবসি ফজরের নামাজের উদ্দেশ্য বের হলে মনিরামপুরের ঘুগুরাইলের জৈনক এলাহীবক্সের বাড়ির পার্শে সলিং রাস্তার উপরে মৃত দেহ দেখতে পাই। পরিচয় শনাক্ত করে স্থানীয়রা মণিরামপুর থানা পুলিশকে অবহিত করলে এস,আই আলী হাসান দূর্ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে।দূর্ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ না করায় মৃত দেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মণিরামপুর থানা পুলিশের এসআই আলী হাসান।
Leave a Reply