তানভীর সোহেল,আঞ্চলিক প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল্লাহ বিন রুহান (১২) নামের এক কোমলমতি শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার শালটি-গোপালপুরের রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান শালটি-গোপালপুর ইউনিয়নের শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে।মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রুহান। তার মা ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply