রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:
বগুড়ার মাটিডালির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকার হোটেল ড্রিম প্যালেসে এই অভিযান পরিচালিত হয়।বগুড়া গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৯ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। আটককৃত নারীরা দেশের বিভিন্ন জেলা যেমন বাগেরহাট, খুলনা, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোণা, শরীয়তপুর, দিনাজপুর ও গাইবান্ধার বাসিন্দা। অন্যদিকে, আটক হওয়া পুরুষরা সবাই বগুড়ার বাসিন্দা।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযান শেষে নারীদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, এই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল, যা নিয়ে এলাকাবাসীর অভিযোগ ছিল। গোয়েন্দা পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply