লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর দিক-নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ জয়নাল আবেদীন, এসআই মোঃ বাবুল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকা হইতে অভিযান করিয়া আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তাং-১২/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৪৪৮/৩৮৪/৩৮৬/৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ The Explosive Substances Act, 1908 এর 3/5/6 এর আসামী মোঃ মজিবুর রহমান নান্নু (৬০), পিতা-মৃত গোলাম আলী, সাং-আমোদাবাদ পশ্চিম পাড়া, ২নং ওয়ার্ড আজমপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতার করা হয়।
অপর অভিযানকালে এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ, ধরখার(মীমপল্লি) সালাম এর চায়ের দোকানের সামনে ধরখার টু আখাউড়া গামী পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উদ্ধারসহ আসামী মোঃ ওবায়দুল হক(৩০), পিতা-মোহাম্মদ আলী, মাতা-ফাতেমা বেগম, সাং-সোনারগাও পূর্বপাড়া, বর্তমানে সাং-আতকাপাড়া(রইশারা রশিদ মিয়ার বাড়ি), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নং-১০, তাং-০৯/০২/২০২৫খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়।অন্য অভিযানকালে এসআই জাকির হোসেন, এসআই আবির আহমেদ, এএসআই(নিঃ) ধীমান বড়ুয়া সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাঃ শিঃ মামলা নং-২২/২৫, পি-২১১/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ আলী মিয়া, পিতা-মৃত তাজু মিয়া, সাং-জাঙ্গাল, ২। জায়েদা বেগম, স্বামী-আলী মিয়া, সাং-জাঙ্গাল, সর্বথানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৫৫৮/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৩। ফরিদ মিয়া(৫২), পিতা-নুরু মিয়া, সাং-ধরখার থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply