রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন আদর্শ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে শিবগঞ্জ উপজেলা সৈয়দপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবির, দেউলী ইউনিয়ন ছাত্রশিবির, মোকামতলা ইউনিয়ন ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।উপস্থিত বক্তারা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা, নৈতিকতা ও জনসেবামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানটি একটি উজ্জীবিত পরিবেশে সম্পন্ন হয়, যেখানে ছাত্রশিবিরের সদস্যরা তাদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।আয়োজন: শিবগঞ্জ আদর্শ মহিলা কলেজ গেইট
Leave a Reply