1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা গাইবান্ধা ডিসি ফুটবল টুর্নামেন্টে গোবিন্দগঞ্জের  বিজয়,আনন্দ উল্লাসে মুখরিত জেলা স্টেডিয়াম সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: কিশোরগঞ্জের দুইজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে বৈরাতীহাট তালীমুল সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ উন্নয়ন উপলক্ষে আলোচনা সভা, মতবিনিময় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত গাইবান্ধার কচুক্ষেত নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন  ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল কাউনিয়ায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য: দাখিলে জিপিএ-৫ পেলেন ৫ জন ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দাউদ গ্রেপ্তার রংপুরে আদিবাসী স্কুলের শিক্ষার্থীদের স্কুল  ড্রেস ও দেশি পেয়ারা ফলের চারা বিতরণ

দিনাজপুরে গেটম্যান না থাকায় রেল ক্রসিংয়ে ট্রাক, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হেল্পার

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পাঠ করা হয়েছে

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.
দিনাজপুর বিরামপুরে ঘন কুয়াশা ও গেটম্যান না থাকায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ ফেব্রয়ারি) রাত ১টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন , পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম(১৮)। আহত মাহাবুব হোসেন(৩০) একই এলাকার শুকুর আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (দ্রুতযান) ট্রেনটি বিরামপুর (ঘোড়াঘাট রেলগেট) ক্রস করার সময় রেলগেটে ডিউটিরত গেটম্যান না থাকায় দিনাজপুর টু ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে বগুড়াগামী পাথরবাহী একটি ট্রাক রেললাইনে ওঠা মাত্রই একতা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ফলে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হন। এসময় হেল্পার মাহাবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি।

পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই রুটে রাতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক জানান, ট্রেনের ধাক্কায় পাথর বোঝায় ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024