বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত হোসেন কোকো এর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করেন। ২৬শে (জানুয়ারি)রোববার টাউন হল মাঠে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: আব্দুস সালাম, (মহাসচিব, কেন্দ্রীয় ড্যাব),অধ্যাপক- শরিফুল ইসলাম মন্ডল, (সাঃ সম্পাদক রংপুর মেডিকেল কলেজ ড্যাব), ডাঃ নিখিলেন্দু সংকর, (আহবায়ক মহানগর ড্যাব), অধ্যাপক ডা: মাহমুদুল হক সরকার, (সভাপতি রংপুর মেডিকেল কলেজ ড্যাব) সহ প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন বিগত দিনের আওয়ামী লীগ সরকারের দলের নেতা ও উর্ধ্বতন কর্মকর্তা শুধু খেয়েই গেছে আমরা খেতে চায় না,আমরা শুধু দিয়ে যেতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই। আমাদের উত্তর বঙ্গের মানুষের ভাগ্যের বদল ঘটাতে চাই।
Leave a Reply