বিশিষ্ট সাবেক ক্রীড়া সংগঠক ও আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর এর উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ আব্দুস সালাম এর ব্যাবস্থাপনায় কম্বল বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,রংপুর মহানগর বিএনপির সদস্য ও ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল হক মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন। এসময় প্রায় চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply