1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মহাস্থানে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, মোটরসাইকেল ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের মামলা উঠাইয়া নিতে বাদীকে হুমকি, থানায় জিডি গাইবান্ধায় ‘জিওপি’ গণঅধিকার পরিষদ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা  গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠিত ময়লারঘর যেন মাদক সেবীদের আখড়ায় পরিণত আখাউড়ায় ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৯ কাউনিয়ায় হাট বাজার গুলোর ড্রেনেজ ব্যবস্থার সংস্কারে উদ্যোগ নেই নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করেন ইউএনও কামাল হোসেন কাগইল ইউনিয়নে ১৫০ জন অসহায় মানুষের মাঝে ৭৫০ বস্তা ভিডব্লিউবি চাল বিতরণ গাইবান্ধায় হেজবুত তাওহীদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও গণ সংযোগ অনুষ্ঠিত

মনিরামপুরে থানা পুলিশ পরিচয়ে প্রতারণা

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৪১ বার পাঠ করা হয়েছে

“অতি লোভে তাতী নষ্ট” এমন খনার বচন পাঠ্যপুস্তকে পড়েছি আবার এই প্রবাদটির প্রচলনও আছে মানুষের মুখে মুখে। এ প্রবাদের বাস্তবতার এমনই এক ঘটনা ঘটেছে যশোরের মণিরামপুর উপজেলার শ্যামনগর বাজারে অবস্থিত একটি রাইস মিলের মালিক উপজেলার বিপ্রকোনা গ্রামের জৈনক মোঃ রুহুল শিকদারের সাথে। সরকারি রেশনের চাউল কম দামে ক্রয় করতে গিয়ে হয়েছেন প্রতারিত। প্রতারক আবার নিজেকে মণিরামপুর থানার এস, আই জাহিদ পরিচয় দিয়ে করেছে অভিনব প্রতারনা।

এ ব্যাপারে ভুক্তভোগী মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, চলতি মাসের ১৭তারিখে একটি প্লাটোনা লাল মটর সাইকেল যোগে সকাল ৯টার দিকে উপজেলার শ্যামনগর বাজারে অবস্থিত রুহুল শিকদারের রাইস মিলে একমুস্কি মিনিকেট চাউল দেখিয়ে বলেন এটা সরকারি রেশনের চাউল অল্পকিছু চাউল আছে যেটা তাদের স্যারের মাধ্যমে স্বল্পমূল্যে (প্রতিবস্তা ১হাজার) দরে বিক্রয় করা হবে। ভুক্তভোগী রুহুল শিকদার অতি লাভের আশায় তার মিলের সহকারি আরেকজনকে জানালে তার বাড়ি থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে ঐ প্রতারকের সাথে মণিরামপুর বাজারের উদ্দেশ্যে প্রতারকের মোটরসাইকেল যোগে বের হন।পথিমধ্যে মণিরামপুর সার্কেল সহকারি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আসলে প্রতারক সুকৌশলে তার সারকে টাকা দিতে হবে বলে নগদ ২৫০০০/-পঁচিশ হাজার টাকা নিয়ে সার্কেল অফিসের ভিতরে প্রবেশ করে। পরক্ষনে ফিরে এসে ভুক্তভোগীদের ভ্যান ডাকতে বলে। সেই সুযোগে প্রতারক তাদেরকে জানান, আপনারা ভ্যান ডাকুন আমি থানা থেকে চাউলের চালান পত্র নিয়ে আসি এই বলে প্রতারক আর ফিরে আসেনি।বিষয়টি মণিরামপুর সার্কেল অফিসের ১০০গজ দূরে সেন্ট্রাল হাসপাতালের সামনে জানাজানি হলে ঐ প্রতিষ্ঠানের সিসি-টিবি ফুটেজ থেকে প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করার পর অভিযোগের সাথে ফুটেজের সম্পৃক্ততা পাওয়া যায়।মণিরামপুর থানার ডিউটিরত অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, প্রাথমিক ভাবে ফোন নাম্বার ট্রাক করে জানতে পেরেছি পার্শবর্তী শার্শা থানার কোন একজন মহিলার আইডি কার্ড দিয়ে সিম কার্ডটি নিবন্ধন করা। এ নাম্বারে ইতিপূর্বে আরো একটি প্রতারনার অভিযোগ আছে।পরবর্তীতে আমরা বিষয়টি তদারকি করে আপনাদের জানাবো।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল (এ, এসপি) জানান, অতি লোভের আশায় ভুক্তভোগী এ প্রতারনার স্বীকার হয়েছে। অনেকটা”অতি লোভে তাতী নষ্ঠ”এমন। তবে যেহেতু প্রশাসনের পরিচয় বহন করে এই প্রতারনা করেছে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখবো।পাশাপাশি তিনি সকলকে প্রতরনা হতে সচেতনতা অবলম্বন করে প্রশাসনকে অবহিত করতে আহব্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024