লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এসআই(নিরস্ত্র) জহিরুল হক,এএসআই(নিরস্ত্র) মোঃ কামরুল হাসান,এএসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম,এএসআই(নিরস্ত্র) ইকবাল হোসেন, এএসআই(নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আখাউড়া থানার মামলা নং-১৩, তাং-১৫/০৩/২০২৩খ্রিঃ, সিজেএম-৪৩৪/২৩, জিআর-৭০/২৩ এর ০১ বছর ০১ মাস সাজাপ্রাপ্ত আসামী ০১। ধন মিয়া প্রকাশ ধনু মিয়া, পিতা-মৃত আব্দুল মিয়া, সাং-সেনারবাদী(বংশ হাটি), থানা-আখাউড়া, জেলা-ব্রহ্মণবাড়িয়া, সিআর-৪১/২৪ এর ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত আসামী ০২। মোঃ মনির হোসেন, পিতা-মৃত এলু মিয়া, সাং-আদমপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-২০/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৩। তারেক মিয়া(২৭), পিতা-মঙ্গল মিয়া, সাং-বীরচন্দ্রপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর-২০/২৩, ওয়ারেন্টভুক্ত আসামী ০৪। নোমান মিয়া, পিতা-খোরশেদ মিয়া, সাং-কালিকাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এ ৪ জন আসামিকে পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply