“জুলাইয়ের প্রেরনা, দিতে হবে ঘোষণা ” এ স্লোগানকে বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সংস্কারক ৭ দফা সম্বলিত লিফলেট বিতরন কর্মসূচি করেছে মনিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। উল্লেখ্য, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির দেওয়া বিগত ১৫ দিনের আল্টিমেটামের পরও ঘোষণা পত্রে ৭দফা সংস্কারকল্পে কার্যক্রমে ধীরগতীর কারনে গত ১৪ই জানুয়ারি মণিরামপুরে লিফলেট বিতরন শেষে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন গনমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গতকাল ১৪ই জানুয়ারি সন্ধায় উপজেলা অফিসার্স ক্লাবে, উপজেলার বটতলায় কাল থেকে অনুষ্ঠিত ২দিন ব্যাপি হতে যাওয়া “তারুণ্যের উৎসব-২০২৫ইং” এর কার্যক্রমের পরামর্শ বিষয়ক মতবিনিময়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা লিফলেট সহকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবকে অবহিত করে।এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এস এম তাজাম্মুল ও সদস্য নাহিদ হাসান এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মণিরামপুর উপজেলার প্রতিনিধিরা। ঘোষনাপত্রে সংস্কারে *জুলাই অভ্যুথানে শহীদদের রাষ্টীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্টীয়ভাবে সু-চিকিৎসার প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ সর্বমোট ৭টি দাবী উত্থাপন করা হয়েছে।এ সময় মণিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি শরীফ মাহমুদ জানান, আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তরে ৭দফার লিফলেট হাতে হাতে বিতরন করেছি।লিফলেট বিতরণকালে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্য উপস্থিত ছিলেন হাসাইন ইকবাল সানি, শরিফ মাহমুদ, জাবের হোসেন, ইফতেখার হাসান অভি, সাকিব, দিপ্ত, মুনিমসহ আরও অনেকে।
Leave a Reply