মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ১জন নিহতের খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায় ১৩ই জানুয়ারী (শনিবার) আনুমানিক সকাল সাড়ে ৯টায় নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের দাঁড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে মো: মিজানুর রহমান (৪০) মোটরসাইকেল যোগে নিজ বাড়ী থেকে কাহালু কর্মস্থলে যাওয়ার পথে দেওগ্রাম-ভুস্কুর বাজার এলাকায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনসাধারণ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজানুর রহমান কাহালু উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক বিবিরপুকুর শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Leave a Reply