লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ ওয়াসিম বিল্লাহ,এ.এস.আই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৭/০১/২০২৫ তারিখ, ২১.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ, মোগড়া হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ৩,৮০০(তিন হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। হাসিনা(৩৫), পিতা-শামসু মিয়া, স্বামী-তাজুল ইসলাম, সাং-শিবনগর(সালাম ভূইয়ার বাড়ী), ইউপি-মনিয়ন্দ, ২। ফাতেমা(৩২), পিতা-মান্নান মিয়া, স্বামী-সাগর মিয়া, সাং-শিবনগর(মান্নান মিয়ার বাড়ী), ইউপি-মনিয়ন্দ, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।অপর অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক সঙ্গীয় অফিসার এ.এস.আই(নিরস্ত্র) মোঃ কামরুল হাসান, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৭/০১/২০২৫ তারিখ, রাত ২০.১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, কলেজপাড়া সাকিনে কলেজপাড়া বাইপাস মোড়ের জনৈক সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে বাইপাস টু চেকপোষ্ট গামী বাইপাস পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ খলিল মিয়া(৩৫), পিতা-মৃত রফিক ফকির, মাতা-মৃত জুলেখা বেগম, সাং-আইরল(বাগানবাড়ী), ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply