লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ
অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ জাকির হোসেন, এটিএসআই/ মোঃ মনির হোসনে ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৪/০১/২০২৫ তারিখ, বেলা ১২:১৫ ঘটিকা সময় আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ, ধরখার(মীমপল্লি) সাকিনে জনৈক সালাম এর চায়ের দোকানের সামনে ধরখার টু আখাউড়া গামী পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১। মোঃ আক্তার হোসেন(৩০), পিতা-মৃত আহাম্মদ আলী, মাতা-মৃত জোবেদা খাতুন, সাং-মাঝিগাছা, ২। মোঃ রুবেল মিয়া(২৮), পিতা-মৃত আবুল কালাম, মাতা-আয়েশা খাতুন, সাং-কর্মমঠ(ধর্মনগর, মিষ্টি দোকানদার আনোয়ারের বাড়ি), ৩। সাবিনা ইয়াছমিন সুমি(২৪), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-বিবি হালিমা, স্বামী-মোঃ রুবেল মিয়া, সাং-কর্মমঠ(ধর্মনগর), সর্ব ইউপি-মনিয়ন্দ, সর্ব থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্য বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।
Leave a Reply