লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) স্বপন কুমার ভৌমিক, এএসআই(নিরস্ত্র) কাজী হাবিবুর রহমান,এএসআই(নিরস্ত্র) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় যে, গত ০১/০১/২০২৫ইং তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় আখাউড়া ৫নং আখাউড়া দক্ষিণ ইউপিস্থ, নুরপুর সাকিনে গরু চোর চক্রের অজ্ঞাতনামা চোর বা চোরেরা ০১টি গরু নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাইকৃত ০১টি গরু রেখে দৌঁড়ে পালানোর সময় থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ০১। ইসমাইল মিয়া(২৪), পিতা-শুক্কু মিয়া, মাতা-স্বপ্না বেগম, ০২। ওসমান প্রকাশ শুভ(২২), পিতা-দেলোয়ার হোসেন, মাতা-রোজিনা, উভয় সাং-নুরপুর মধ্যপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ০১(এক)টি চোরাই যাওয়া কালো রংয়ের ষাড় গরু সহ হাতে নাতে গ্রেফতার করিয়া থানা হেফাজতে রাখা হয়। পরবর্তীতে গরুর মালিক মোঃ মজনু ভূইয়া(৫৭), পিতা-মৃত আব্দুল গনি ভূঞা, সাং-নুরপুর(মোল্লা বাড়ি), ইউপি নং-০৫(আখাউড়া দক্ষিণ), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া উদ্ধারকৃত গরু সংবাদ পাইয়া থানায় আসিয়া চোরাই যাওয়া ০১(এক)টি কালো রংয়ের ষাড় গরু শনাক্ত পূর্বক জানায় যে, ইং-০১/০১/২০২৫ তারিখ, রাত অনুমান ০৩.০০ ঘটিকা হইতে ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় আখাউড়া থানাধীন ৫নং আখাউড়া দক্ষিণ ইউপিস্থ, নুরপুর(মোল্লা বাড়ি) সাকিনে বাদীর বসত বাড়ির দোচালা টিনসেড বিশিষ্ট গোয়াল ঘরের ত্রিপাল খুলিয়া সংগোপনে ভিতরে প্রবেশ করিয়া ০১(এক) টি ষাড় গরু চুরি করিয়া নিয়ে যায়। গরু চুরি সংক্রান্তে গরুর মালিক মোঃ মজনু ভূঁইয়া থানায় অভিযোগ দায়ের করিলে অভিযোগের প্রেক্ষিতে আখাউড়া থানায় চুরি মামলা রুজু করা হয়। অপর অভিযানকালে এএসআই(নিরস্ত্র) মোহাম্মদ ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার মামলা নং-৩০, তাং-২০/০৯/২০১৮, জিআর-৩৭৯/১৮(আখাউড়া), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(ক) এর ০২ বছর সাজাপ্রাপ্ত আসামী মোঃ নাজমুল(৩০), পিতা-মৃত আব্দুল আলীম,সাং-টানপাড়া, (ইয়াকুব আলীর জামাই), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে নিজ বাড়ী টানপাড়া এলাকা হইতে অভিযান করিয়া গ্রেফতার করা হয়। আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply