শহিদুজ্জামান বাবু,খুলনা ব্যুরো প্রধানঃ কুষ্টিয়ায় ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে অভিযুক্ত ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন অর রশিদ গ্রেফতার হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে ও তার আইনজীবী জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন।গত ৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর (২৫) নামে এক যুবক কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০শে অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডা. ইউনুস সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন অর রশিদ ১৮ নাম্বার আসামি হন। সেই মামলায় ৩১ ডিসেম্বর উক্ত আসামী কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে এবং তার আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply