জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় জোড় করে জমি দখল করে পুকুর খননের অভিযোগ ওঠেছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের বিরুদ্ধে। শনিবার বিকালে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন জমির মালিক মোঃ আব্দুস সাত্তার ও তার ভাই মোঃ হোসেন আলী। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক আব্দুস সাত্তারের পুত্রবধু জোলেখা আক্তার জোতি।
কাউনিয়া উপজেলার নিজপাড়া পাড়া গ্রামের বাসিন্দা জমির মালিক মোঃ আব্দুস সাত্তার বলেন তিনি প্রায় ২৫ বছর আগে সোহরাব খাঁর নিকট দলিল মূলে ১৪ শতক জমি দু’ভাই মিলে ক্রয় করে ভোগ দখল করে আসছি। স্থানীয় প্রভাবশালী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু মোঃ আতাউর রহমান ও তার মামা নাসির উদ্দীন জোড় করে নিজপাড়া মৌজার ৫১১৭ দাগের ১৪ শতাংশ জমির ভূট্টা খেত দখল করে শুক্রবার গভীর রাতে ভেকু লাগিয়ে মাটি তুলে পুকুর খনন শুরু করে। আমরা মাটি তুলতে বাধা দিলে আতাউর রহমান গং অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে থানায় অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জ ওসি এস এম শরিফ ও এস আই রাসেল বিষয় টি আমলে না নিয়ে বলেন আপনার জমি তো খনন করতেছে আর মাথায় করে তো নিয়ে যায় নি। দায়িত্ব প্রাপ্ত এএস আই আনোয়ারুল ইসলাম দু’পক্ষের কথা শুনে আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের পক্ষে রায় দিয়ে আমাদের কে থানা থেকে যেতে বলেন। সাংবাদিক সন্মেলনের মাধ্যমে আমরা আইনের সহায়তা চাচ্ছি এবং জমি দখল মুক্ত করে মাটি খনন বন্ধের দাবী জানাচ্ছি।
সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিকের বোন রমিছা বেগম,ভাতিজি জোসনা বেগম,ভাগনি নুর জাহান বেগম।
Leave a Reply