তানভীর সোহেল,রংপুর মহানগর প্রতিনিধিঃ
মাদক কেনা বেচাঁ ঠেকাতে সারাদেশের ন্যয় রংপুরে মাঠে নেমেছে যৌথ বাহিনী।মাদক ঠেকাতে প্রতিদিনের ন্যয় সেনাবাহিনী-পুলিশ যৌথ হয়ে রংপুর জেলার হারাগাছ ও কাউনিয়া থানাধীন হরিণচড়ার হাজিরপাড়া মোদামুদন এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় অভিযান পরিচালনা করে শীর্ষ ২ ফেন্সিডিল ব্যবসায়ী কে গ্রেফতার করেন।সেনাবাহিনী বলেন,চেকপোস্টে অভিযান পরিচালনার সময় সিগন্যাল দিয়ে মটর সাইকেল আরোহী কে থামাতে বলতে অভারটেক করে পালিয়ে যেতে ধরে।সেনাবাহিনী ও পুলিশের সন্দেহ হলে তারা ধাওয়া করে ২ জন কে আটক করে ও একজন পালিয়ে যায়।পরে তাদের ধাওয়া করে দেহ তল্লাশী করে তালপট্টি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এরশাদের কাছে ৮ বোতল ও একই গ্রামের গোলজারের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী হামিদুলের কাছে ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ পণ্য ফেন্সিডিল জব্দ করা হয়।রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল বলেন,গতকাল শুক্রবার আনুমানিক রাত ১২ টায় হাজি-পাড়ায় মোদমহন এলাকায় যৌথ বাহিনির চেকপোস্টে রংপুরের শীর্ষ ২ মাদক ব্যবসায়ী এরশাদ ও হামিদুল কে ধাওয়া করে গ্রেফতার করেন।তারপর তাদের মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।এসময় তিনি বলেন মাদকদ্রব্য ঠেকাতে এলাকাবাসী কে এগিয়ে আসতে হবে এবং চিহ্নিত মাদক ব্যসায়ীদের ধরিয়ে দিতে পুলিশ কে সহযোগিতা করতে হবে।
Leave a Reply