হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজার মাঠে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আলমগীর হোসেন এবং তানোর উপজেলার জামায়াতের সেক্রেটারি ডি এম আক্কাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা ড. মো. ওবায়দুল্লাহসহ আফজাল হোসেন , মাহাবুর হোসেন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তিনি কর্মীদের সংগঠনের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে তানোর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন। তারা সংগঠনের ভূমিকা ও করণীয় সম্পর্কে মতামত প্রদান করেন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। কর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply