জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলার আটানী গ্রামের সোমবার রাতে পিতা-পুত্রের ৪ টি ঘর,নগদ টাকা ধান,চাল,আসবাব পত্র হাঁস মুরগী পুড়ে ভস্মীভূত হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে সোমবার রাতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নি কান্ডের সূত্র পাত ঘটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে তালুকশাহবাজ আটানী গ্রামের আবু তালেবের ২ টি ও পুত্র আব্দুর রহিমের ২টি ঘর হাঁস মুরগী ২০ মন, ধান চাল আসবাব পত্র,টিভি, গরু ছাগল ও নগদ দেড় লাখ টাকা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দু’পরিবারের অগ্নি কান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা। বর্তমানে পরিবার টি খোলা আকাশের নীচে বসবাস করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শন করেন এবং ৫০ কেজি চাল ও ৪ টি কম্বল তাৎক্ষণিক ভাবে প্রদান করেন।
Leave a Reply