লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের বিশেষ অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এএসআই(নিরস্ত্র) কাজী হাবিবুর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জিআর-১১০/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। ফরহাদ সিকদার, পিতা-মিজানুর রহমান সিকদার, সাং-রাধানগর (কলেজপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর-৭৮/২৪, আখাউড়া থানার মামলা নং-০৯, তাং-১৭/০৪/২০২৪ ইং এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। মোঃ অলি মিয়া(৪২), পিতা-মৃত ওয়াহেদ মিয়া, উমেদপুর পূর্বপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।দায়রা মামলা নং-৬৯৭/১৮, জিআার-২৮৯/১৭, আখাউড়া থানার মামলা নং-২০, তাং-১৫/১০/১৭ইং এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৩। উজ্জল মিয়া, পিতা-মৃত মাহফুজ মিয়া, সাং-রাজাপুর, থানা-আাখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।জিআর-৭১/২২, মাদবপুর থানার মামলা নং-২৭(২)২২, এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৪। মোঃ নুরন্নবী(৩৫), পিতা-রফিজ খান, মাতা-মমিনা খাতুন, সাং-দেবগ্রাম (বড় বাড়ী), আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়। আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply