1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বুড়িমারী স্থলবন্দর এখনো পর্যন্ত ফ্যাসিস মুক্ত হয় নি বলে এবি পার্টির বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন শিবগঞ্জে শ্বশুরের কুৎসিত রূপ: পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রাম উপজেলা পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন বিভিন্ন অনুদান নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগের ইউনিয়ন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ আত্রাইয়ে আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন কাউনিয়ায় বিসিডিএসের মানববন্ধন লালমনিরহাটের পাটগ্রামে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত গাইবান্ধার আইন ফুলছড়িতে শৃংখলা কমিটির সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ

দিনাজপুরে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মচারীদের ‍সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পাঠ করা হয়েছে

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.
দুর্নীতি,শিক্ষক নির্যাতন ও এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ ফজলে এলাহীকে প্রত্যাহারের দাবিতে উপজেলার শিক্ষক-কর্মচারী, ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের নেতারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার শিক্ষক পরিবার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ইউএনওকে প্রত্যারের দাবিতে মিছিল নিয়ে আন্দোলনকারীরা উপজেলা পরিষদ চত্বরে এলে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম তারা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। এর পর দিনাজপুর-পঞ্চগড় সড়ক অবরোধ করেন। এ সময় সেখানে আরও পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অবস্থান নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এস হাবিবুর হাসান। তিনি আন্দোলনকারী শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। পরে বেলা ২টায় অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

সমিতির আহ্বায়ক কবি নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তারা অভিযোগ করে বলেন, ইউএনও মোঃ ফজলে এলাহী যোগদানের পর থেকে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসহনীয় ঘুষ দুর্নীতি এবং সব স্কুলপ্রধানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। তিনি শিক্ষক-কর্মচারীদের ওপর অত্যাচার করেন। ক্ষমতার দম্ভে তিনি শিক্ষকদের তুচ্ছতাচ্ছিল্য করেন। কথায় কথায় গালমন্দ করেন। কোনো প্রকার কারণ ছাড়াই অহেতুক শিক্ষক-কর্মচারীর বিল বেতনে স্বাক্ষর না করে কালক্ষেপণসহ দেরিতে বিল দেন। বীরগঞ্জের ইতিহাসে এর আগে কোনো ইউএনও এ ধরনের খারাপ আচরণ ও ঘুষ-দুর্নীতি করেননি।

তারা আরও বলেন, ইউএনও নিয়মবহির্ভূত ও একক ক্ষমতাবলে চৌধুরী হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান খানকে বিধিবহির্ভূত সাময়িক বরখাস্ত করেছেন। কবিরাজ হাট আদর্শ উচ্চবালিকা বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করেছেন। বিভিন্ন কারণে বীরগঞ্জ উপজেলায় শিক্ষাঙ্গনে চলছে চরম অসন্তোষ ও বিশৃঙ্খলা। তাই অতিষ্ঠ সব শিক্ষক-কর্মচারীসহ সাধারণ জনগণ এই ইউএনওকে দ্রুত প্রত্যাহার করা না হলে আমরা রাজপথ ছাড়বো না।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এস হাবিবুর হাসান জানান, বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

জেলা প্রশাসন ইউএনওকে প্রত্যাহারের আশ্বাস দিলে আন্দোলন কর্মসূচি স্থগিত ও সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024