1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সদর থানার নবাগত ওসি মোঃ হাসান বাসিরকে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান আখাউড়া সড়ক বাজার ভূঁইয়া বোডিং এর মালিক জসিম পতিতা সহ গ্রেফতার উন্নয়নের নতুন অধ্যায়: উজগ্ৰাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে রণক্ষেত্র: সাবেক অধ্যক্ষের আগ্রাসন, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বগুড়ার শেরপুরে প্রায় ৪৫০ বছরের প্রাচীন কেল্লাপোশী মেলা ঐতিহ্য হারাতে বসেছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন-সিজন ২২ উপলক্ষ্যে আবদুল্লাহ এন্টারপ্রাইজের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নন্দীগ্রামে ভূমি মেলা সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে ওলামায়ে কেরামের উদ্যোগে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ স্মৃতিবিজড়িত ইতিহাসের পাতায় মহাকালের মহানায়ক উত্তরাঞ্চলের সাংবাদিক গড়ার কারিগর গোলাম মোস্তফা বাটুল রংপুরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোগক্তা সোহেল রানা

রংপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পাঠ করা হয়েছে

সোহেল রানা,রংপুর মহানগর প্রতিনিধিঃ
রংপুর নগরীর গনেশপুর বকুলতলা জান্নাত বাগ হাফেজিয়া মাদ্রাসার ৮ বছরের শিশুকে বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর। নিহত সিয়াম মিঠাপুকুর উপজেলার জায়গির বালারহাট এলাকার কাঠ মিস্ত্রী ভুট্টু মিয়ার ছেলে!এঘটনায় তদন্তে নেমেছে সিআইডি ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানাগেছে বৃহস্পতিবার মাগরিব এর নামাজের পর নিয়মিত ক্লাস চলাকালীন সময়ে অত্র মাদ্রাসার শিক্ষক সিয়ামকে দেখতে না পেয়ে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে। এরই এক পর্যায়ে আব্দুর রহমান ওরফে আবদুল্লাহ নামের এক শিক্ষক মৃত সিয়ামকে মাদ্রাসার সদ্য নির্মিত ৩ তলার পরিত্যক্ত রুমে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই রাতেই নিহত সিয়ামের বাবা ভুট্টু মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সন্তানহারা পিতা ভুট্টু মিয়া প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার দুপুরেই সিয়ামের সাথে মোবাইল ফোনে কথা হয়। সে শুক্রবার সকালেই বাড়িতে ছুটি নিয়ে ফিরবে। তার জন্য মাংস কিনে রাখছে তার মা,আর সেই ছেলে এখন মেডিকেলের মর্গে রয়েছে।আমার সেই অবুঝ সন্তানকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট আকুতি জানান তিনি।এঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে রংপুর সিআইডি ও মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান এর দেয়া তথ্যমতে জানাগেছে, নিহত সিয়ামকে বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তবে আসামি সনাক্তের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন,আমরা এ পর্যন্ত সন্দেহমুলক ভাবে আব্দুর রহমান ওরফে আবদুল্লাহসহ ৫ জনকে আটক করেছি, প্রাথমিক ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। খুব শীঘ্রই প্রকৃত ঘটনার সত্যতা উন্মোচন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024