জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মোল্লাটারী গ্রামে মঙ্গলবার বিকালে প্রভাবশালী প্রতিবেশী সামসুল হক গংদের মারপিটে মেডিকেলের বেডে কাতরাচ্ছেন অসহায় রিক্সা চালকের স্ত্রী গৃহবধূ মিনারা বেগম (৪০)।
অভিযোগে জানাগেছে জীবিকার তাগিদে মিনারা বেগমের স্বামী মিয়াজ উদ্দিন (৭০)ঢাকায় থেকে রিক্সা চালিয়ে রোজগার করে । তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সামসুল হকের ছেলেরা তার বাড়িতে প্রায় ঢেলাঢেলি,মিথ্যা মামলা দায়ের, সহ নানা ভাবে হয়রানী করতো। এব্যাপারে স্থানীয় ভাবে মাতাব্বরদের কাছে বিচার চেয়ে না পেয়ে মিনারা বেগম রংপুর আদালতে প্রতিবেশি কয়েকজনের বিরুদ্ধে ১০৭ ধারায় একটি মামলা করেন । গত মঙ্গলবার বিকালে মিনারা বেগম অটোরিকশা করে বাড়ির কাছে এসে মফিজের দোকানের সামনে নামলে গৃহবধূ মিনারা বেগম কে দেখা মাত্র তাকে লাঠি সোটা,রড দিয়ে এলোপাতাড়ি মারডাং করে ও শ্লীলতাহানী ঘটায়।প্রতিবেশি রিপন, স্বপন,সামাদ, স্বর্ণা,শামসুল, আম উদ্দিন, সিরাজুল, সিয়াম, জাহানারা,কেয়া,আ:কাদের, কাশেম। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথা ফেটে রক্ত বের হতে থাকে। আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে এবং ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনা স্থলে এসে গৃহবধূকে তাদের কাছ থেকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করেন। বর্তমানে অসহায় দরিদ্র মিনারা বেগম তার একমাত্র শিশু সন্তানকে সাথে নিয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মহিলা ওয়ার্ডের ৫নং বেডে মাথায় তিনটি সেলাই এর ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছে। কাউনিয়া থানার ওসি এসএম শরিফ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply