লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন,এসআই(নিরস্ত্র) মোবারক আলম ও সঙ্গীয় ফোর্স সহ ইং-১৪/১১/২০২৪খ্রিঃ, রাত অনুমান ১টা,৩০ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকা হইতে থক অভিযান করিয়া আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তারিখ -১২/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৪৪৮/৩৮৪/৩৮৬/৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ The Explosive Substances Act, 1908 এর 3/5/6 এর আসামী ০১। মোঃ মোসলেম মিয়া(৫৮), পিতা-মৃত আহম্মদ আলী, সাং-দূর্গাপুর মধ্যপাড়া, ১নং ওয়ার্ড, আখাউড়া পৌরসভা, ০২। আলফাজ মিয়া(৫৮), পিতা-মৃত ফায়েজ মিয়া, সাং-রাজেন্দ্রপুর, ৯নং ওয়ার্ড, ইউপি-মোগড়া, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে গ্রেফতার করা হয়।
অপর অভিযান পরিচালনাকালে এএসআই(নিরস্ত্র) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স সহ রাত্রীকালিন ডিউটি করাকালীন সময়ে বিজ্ঞ আদালতের নারী শিশু-৫৯/২৪, পি মামলা নং-৬৫/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রায়হান, পিতা-আঃ হাসিম, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply